AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার



শিবচরে ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

মাদারীপুরের শিবচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH)-এর উদ্যোগে “ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে শিবচরের ৭১ চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। গণমাধ্যম এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে পারলে ক্যান্সার প্রতিরোধ সহজ হবে।”

তিনি আরও বলেন, “ধূমপান ও তামাকজাত দ্রব্য ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকি। এ বিষয়ে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্যগ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং নির্দিষ্ট বয়সে ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সেমিনারে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH)-এর সভাপতি ওয়াহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. দেলোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম, আবুল খায়ের খান, সংগঠনের উপদেষ্টা মো. ফজলুল হক, সাংবাদিক সারোয়ার হোসেন মিঠু, শাহিন মোল্লা, রবিউল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মহিউদ্দিন, কামরুল ইসলাম, মশিউর কাজী, রিয়াজ রহমান, ঝুমুর আক্তারসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!