ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ খেলাফত মজলিসের জেলা অফিসে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরকে সভাপতি ও সৈয়দ আতহার জাকওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন।
জেলা কমিটির সহসভাপতি হলেন এম খসরু ও মুহাম্মদ খায়রুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম মামুন ও শিহাব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহমদ রেজা, সহ-অর্থ সম্পাদক মোজাম্মিল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খালেদ তরফদার, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, অফিস সম্পাদক তালহা রেজা, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম সাকের এবং প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আখম শাহিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের বিদায়ী জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি মো. এহসানুল হক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান। এতে খেলাফত মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন বলেন, নবী-রাসুলরা যুবকদের নিয়ে দাওয়াতি কাজ ও ইসলামী বিপ্লবে সফল হয়েছেন। আজকের প্রেক্ষাপটে দুর্নীতি, মাদক ও জুলুমমুক্ত রাষ্ট্র গঠনে যুবসমাজের বিকল্প নেই। সমাজ পরিবর্তন ও বিপ্লবের জন্য যুবকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ যুবক। এই যুবকদের টার্গেট করে মাদক ব্যবসা ও ষড়যন্ত্র চলছে। কুচক্রী মহল যুবসমাজকে ধ্বংস করতে মাদক বিস্তার ঘটাচ্ছে। এই চক্রের অপতৎপরতা রোধ করতে না পারলে দেশের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে