পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় ১০ বছর বয়সী রাকিব নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রাকিবের খালাতো ভাই শাকিল ইসলাম (২২) আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাকিব ও শাকিল। লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে তারা বালুবাহী ট্রাক পাশ কাটানোর চেষ্টা করেন। এসময় ট্রাকের সামনের অংশে ধাক্কা লেগে তারা সড়কে পড়ে যান। ট্রাকের চাকা রাকিবের শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার জানান, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে