পটুয়াখালীর গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দারের বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) গভীর রাত আনুমানিক ৪টার দিকে চারজন ডাকাত দেশীয় অস্ত্রসহ শ্যামল কুমার পোদ্দারের ঘরের পিছনের দরজা ভেঙে প্রবেশ করে। ডাকাতরা ঘরের ভেতরের তিনটি দরজা ধাক্কা দিয়ে খুলে শ্যামল কুমার পোদ্দারের স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে সারে চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে