গাজীপুরের কালীগঞ্জে মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন মাদ্রাসার সুপার এবং অধ্যক্ষদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার এতিমখানা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সাংসদ এ.কে.এম. ফজলুল হক মিলন। উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহ্বায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, মোহাম্মদ ছোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন আজাদী, মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, সুপার-অধ্যক্ষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপজেলার কয়েকশ’ মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপার-অধ্যক্ষ সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের কল্যাণে কাজ করবেন। কেউ তাদের হুমকি দিলে বা খারাপ আচরণ করলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে