AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান: ৫ প্রতিষ্ঠানের ভেজাল খাদ্যে ৫ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:২২ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান: ৫ প্রতিষ্ঠানের ভেজাল খাদ্যে ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল, অনিবন্ধিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এসব রায় ঘোষণা করা হয়।

অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়:

সাদিয়া ফুড প্রোডাক্টস, চৌদ্দশত পশ্চিমপাড়া, সদর: অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা; জব্দকৃত খাদ্য ধ্বংস করা হয়।

মাহি ফুড প্রোডাক্টস, কটিয়াদী সরকারি কলেজের সামনে: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত রঙ ব্যবহারের জন্য ১ লাখ টাকা জরিমানা।

সুমন বেকারি, কটিয়াদী বাজার: নিবন্ধনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা।

মো. লিটন মিয়া, ফাড়ি রঘুনাথপুর ও আলুকান্দা, ভৈরব: অনিবন্ধিত ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা; খাদ্য ধ্বংস করা হয়।

আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, দূর্জয় মোড়: ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের জন্য ১ লাখ টাকা জরিমানা।

অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।

কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম বলেন, “মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!