সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, শুক্রবার রাত ২টার দিকে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নূর জাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বাসে হেরোইন বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত নারী হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে মোছা. রেকশোনা বেগম (৩২)।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে