রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর মুন্ডুমালা ক্বওমি মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন ক্বওমি মাদ্রাসার পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ও সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। স্বৈরাচার ও মিথ্যা মামলা সত্ত্বেও তিনি জনগণের গণতন্ত্রের জন্য আপোষ করেননি। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গোদাগাড়ী বিএনপির সিনিয়র সহসভাপতি সেলী আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফিজুর রহমান মাহফুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর গাফফার, তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, বাধাইড় ইউনিয়ন যুবদলের নেতা বকুল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান প্রমুখ।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

