AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ সমিতি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:০৬ পিএম, ২২ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ সমিতি

চাঁপাইনবাবগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারগুলোর মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ত্রাণ বিতরণের সময় সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে শুধু পানি থাকায় তারা কাজকর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় ১২ শতাধিক পরিবারের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়।

এছাড়া আগামীকাল শনিবার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগর হাট এলাকার বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি জানায়, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!