AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যার প্রধান আসামি গ্রেফতার



অভয়নগরে প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যার প্রধান আসামি গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলায় প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে ২০ আগস্ট উপজেলার নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে শংকরপাশা এলাকায় তার ঘরের মধ্যে পুতে রাখা লিমনের ভ্যানের খন্ডিত অংশ এবং ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট দিবাগত রাতে নওয়াপাড়া নুর জাহান ফার্মেসির সামনে থেকে লিমনকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে শংকরপাশার একটি নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে লিমনকে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যান নিয়ে বাড়িতে চলে যায় বিল্লাল। সেই রাতেই একটি ঘরের ভিতর মাটি খুড়ে ভ্যানের বিভিন্ন অংশ পুঁতে রাখে। পরে সুবিধামত সময়ে চাকই বাজারের ভাংড়ি ব্যবসায়ী লিটনের কাছে চারটি ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে। হত্যাকারী বিল্লালের সৌদি আরব যাওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল, সেই কারণে লিমন হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি বিল্লালকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Link copied!