নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে