প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলার অংশে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ‘উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সঞ্চালনা করেন কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আবু সোফিয়ান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দীন আহমেদ বিপ্লব, জাসাস রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়ায় বহু প্রাইভেট হাসপাতাল থাকলেও সরাইলবাসী এখনো চিকিৎসা সেবার জন্য ভোগান্তির শিকার। বিশ্বরোড ও কুট্টাপাড়া সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও এখানে কোনো হাসপাতাল নেই।
তাদের দাবি, সরাইল ঢাকা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ায় এখান থেকে সহজেই ঢাকা, সিলেটসহ অন্যান্য জেলায় যোগাযোগ করা যায়। ফলে সরাইলে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে। তাই প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালটি সরাইল উপজেলায় স্থাপন করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেন অংশগ্রহণকারীরা।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে