AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, ডাক্তার-হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১১:৪৭ এএম, ২১ আগস্ট, ২০২৫

সাভারে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, ডাক্তার-হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে টনসিল অপারেশনে চিকিৎসা অবহেলায় রাতুল (১৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার কসবা এলাকার জাহিদুর রহমানের ছেলে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে রাতুলের বাবা জাহিদুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলা করেন। মামলায় হাসপাতালের দুই চিকিৎসক, পরিচালনা কর্তৃপক্ষ ও অজ্ঞাতনামা নার্সদের আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৮ আগস্ট সাভারের একটি স্পেশালাইজড হাসপাতালে রাতুলের টনসিল অপারেশন হয়। পরিবারের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট গোপন রেখে অপারেশন করানো হয় এবং পরবর্তীতে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে রাতুলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অপারেশনের আগে ইসিজি রিপোর্টে হৃদরোগের জটিলতা ধরা পড়লেও তা উপেক্ষা করা হয়। এছাড়া হাসপাতালের আইসিইউ না থাকায় সরাসরি কেবিনে স্থানান্তর করা হয়। শিশুর মৃত্যুর পর পরিবারকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে

Link copied!