জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে ভেজাল দুধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আশাশুনি উপজেলার ঘোষপাড়া কচুয়া ও কাদাকাটি হাজিরহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও সহযোগিতা করে।
অভিযান চলাকালে ঘোষপাড়া কচুয়া বাজারে বিশ্বজিৎ ঘোষ ডেইরিতে (স্বত্বাধিকারী: বিশ্বজিৎ ঘোষ) দুধে ভেজাল দ্রব্য—সয়াবিন তেল, জেলি, পানি ও গ্লুকোজ মিশ্রণের প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত দুধের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ভেজাল শনাক্ত করেন। পরে ভেজাল দুধ ও উপকরণ ধ্বংস করা হয়।
এছাড়া কাদাকাটি হাজিরহাট বাজারের আহসান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ১ হাজার টাকা, ছাহেরা ফার্মেসিকে একই অপরাধে ১ হাজার টাকা এবং ব্যথিত স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বাজারে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহায়তা করে সাতক্ষীরা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম। নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর। সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/সা.প্র/এ.জে