AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে গ্যাসের চুলায় রান্না



রাণীশংকৈলে ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে গ্যাসের চুলায় রান্না

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের পরিবর্তে অফিস সহায়ককে গ্যাসের চুলায় রান্না করতে দেখা গেছে।

উপজেলার ধর্মগড় কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক জাহিরুল ইসলাম অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালনের বদলে ঝুঁকিপূর্ণভাবে অফিস কক্ষেই রান্নার কাজে ব্যস্ত থাকেন। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, অফিসের ভেতরে মূল্যবান কাগজপত্রসহ সরকারি নথি থাকে। সেখানে রান্নাবান্না করতে গিয়ে আগুন লাগলে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সরকারি সম্পদ নষ্ট হয়ে যেতে পারে।

কাশিপুর ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ার বলেন, “ভূমি অফিসের ভেতরে এভাবে রান্নাবান্না করার বিষয়টি বিরল। অফিস চলাকালীন সময়ে সরকারি অফিসে গ্যাসের চুলায় রান্না হতে পারে—এটা আমাকে বিস্মিত করেছে।”

সরাসরি দেখা যায়, অফিস সহায়ক জাহিরুল ইসলাম খালি গায়ে গ্যাসের চুলায় রান্না করছেন। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “আমরা কি ভাত খাব না? আপনারা কি আমাকে না খেয়ে থাকতে বলছেন? এখানে আশপাশে হোটেল নেই, তাই নিজেই রান্না করে খাচ্ছি।”

এ সময় দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আব্দুস সালাম বলেন, “তিনি তো কাজও করছেন, কাজের ফাঁকে রান্না করছেন।”

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, “তার বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া গেছে। তাকে ওই অফিস থেকে বদলির জন্য ইতোমধ্যে ডিসি স্যারের সঙ্গে কথা হয়েছে।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Link copied!