নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের দংশনে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই টিপু মুন্সীর মৃত্যু হয়।
মৃত টিপু মুন্সী গোয়ালবাথান গ্রামের মুন্সী হাবিবুর রহমান ওরফে শাম মুন্সীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমানোর পর টিপু মুন্সী রাত ২টার দিকে বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। স্বজনরা প্রথমে স্থানীয় বাধাল গ্রামের এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নেন। কিন্তু ব্যর্থ হলে পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে