AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটিরাঙায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০২:১২ পিএম, ১৮ আগস্ট, ২০২৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটিরাঙায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ জনগণের আর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অপরিসীম। উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা ও সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ফলে বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।”

বক্তারা আরও বলেন, মাটিরাঙা উপজেলায় মৎস্যচাষে যে সাফল্য এসেছে তা স্থানীয় চাহিদা মিটিয়ে এখন ঢাকা-চট্টগ্রামেও রপ্তানি করা সম্ভব হচ্ছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সঙ্গে ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবী হিসেবে তিনজনকে (আব্দুর রহমান, রুবেল মিয়া ও জাকির হোসেন) সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন বাদল, থানার অফিসার ইনচার্জ তোফিকুল ইসলাম তোফিক, মৎস্যচাষি আব্দুর রহমানসহ অনেকে।

 

একুশে সংবাদ/খা.প্র/এ.জে

Link copied!