AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালী শিক্ষক সমিতির সম্মেলনে সভাপতি শবনম মুস্তারী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান



পটুয়াখালী শিক্ষক সমিতির সম্মেলনে সভাপতি শবনম মুস্তারী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান

“শিক্ষক সমাজকে আর অবহেলা নয়, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে”—এই প্রত্যয়ে পটুয়াখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির (সেলিম ভূইয়া) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

সম্মেলনে পটুয়াখালী জেলা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী পিরুকে সভাপতি এবং লতিফ মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আহসানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. রুহুল আমিন ব্যাপারী, যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা হয়—এর মধ্যে ছিল বেতন বৈষম্য নিরসন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তিতে স্বচ্ছতা, অবসরের পর আর্থিক নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

বক্তারা বলেন, অধিকার আদায়ের জন্য শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। মহাসচিব মো. জাকির হোসেন উল্লেখ করেন, বহু প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন বকেয়া, পদোন্নতি ঝুলে থাকা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধান অতিথি সেলিম ভূইয়া বলেন, পতিত সরকার শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়া পূরণ করা হবে।

সম্মেলন শেষে আয়োজকরা একমত হয়ে বলেন, “এ সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং শিক্ষকদের অধিকার আদায়ের নতুন জাগরণের প্রতীক। সকলের কণ্ঠে ছিল একটাই বার্তা—‘শিক্ষকের সম্মান জাতির সম্মান, আর তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!