ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দামগাঁও গ্রামের বাবুল মিয়া (৪৫), পিতা লাল মিয়া, তার দাদার নামীয় প্রায় ৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিবেশী মৃত আফতাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া, সেলিম মিয়ার ছেলে আল আমিনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি শনিবার বিকেলে তার বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে প্রবেশ করে।
এ সময় তারা অবৈধভাবে বাঁশ, বিভিন্ন প্রজাতির গাছ ও ঔষধি গাছ কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে জায়গাটি দখলের উদ্দেশ্যে নেটের বেড়া নির্মাণ শুরু করলে বাদীর ভাগিনা কামাল মিয়া (২০) ও পিতা লাল মিয়া (৭৮) বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
অভিযোগে বাবুল মিয়া উল্লেখ করেছেন, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন—যেকোনো উপায়ে তারা উক্ত জমি দখল করবে, বাঁধা দিলে খুন করে লাশ গুম করবে। ঘটনাস্থলে কামাল মিয়া, মোছা: জমিলা খাতুন ও লাল মিয়াসহ স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
গৌরীপুর থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

