মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা`র উদ্যোগে শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেলা ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম চলে।
উক্ত ক্যাম্পেইনে বিভিন্ন অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম ভাড়াউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি জাকির মিয়াসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা`র সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল হক টিটু, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান, ইয়াসিন আহমেদ শরীফ, কার্যকরী সদস্য মোঃ রাকিব, মোহাম্মদ রায়হান, হাবিবুর রহমান শোয়েব মিয়া মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমিন আক্তার প্রমুখ।
উক্ত ক্যাম্পেইনে আগত এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ কিশোর-কিশোরীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে