চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইমদাদুল (৪৫) দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মৃত কেয়ামত
আলীর ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় ডিবি পুলিশ সদর থানার হাটকালুগঞ্জ এলাকায় অভিযান চালায়।
অভিযানে গাঁজাসহ ইমদাদুলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে