AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা



মান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা

নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।

প্রধান অতিথি ইউএনও আখতার জাহান সাথী বলেন, “উপজেলার দায়িত্ব নেওয়ার পর সরাসরি জনগণের সঙ্গে কথা বলার এই প্ল্যাটফর্ম আমাকে এলাকার বাস্তব অবস্থা বুঝতে সহায়তা করবে। প্রশাসনিক কার্যক্রম তখনই সফল হয়, যখন জনগণ তাৎক্ষণিকভাবে যুক্ত থাকে।” তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়ের মতো সমস্যাগুলো রুখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় হতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে একটি সচেতন, নিরাপদ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাবু বিশ্বনাথ মণ্ডল, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক দিলীপ কুমার, মনোয়ারা বেগম, যুবদল নেতা দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।

সভায় বক্তারা এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা, মাদকের বিস্তার, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর সমন্বয় কমিটি গঠনের দাবি জানান।

সভা শেষে ইউএনও আখতার জাহান সাথী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে। আপনাদের সহযোগিতায় মান্দাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!