মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার জনতা বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ। আবুল হাসনাত রুবাব কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আসামিকে বৃহস্পতিবার দুপুরে পুলিশি প্রহরায় মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে