চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও স্যাকমোরা অংশ নেন।
সভায় সর্পদংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা আরও উন্নত করার লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের মধ্যে মতবিনিময় হয়। উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের সঠিক ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করাই ছিল আলোচনার মূল বিষয়।
ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “অনেক রোগী সাপে কাঁটার পর আক্রান্ত স্থানে শক্ত করে বাঁধন দিয়ে নিয়ে আসেন। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে পচন বা ইনফেকশন দেখা দেয়, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি বাড়ায়।” তিনি সতর্ক করে বলেন, “সাপে কাটার পর কোনো ধরনের শক্ত বাঁধন বা গিঁট দেওয়া যাবে না। বরং ব্যান্ডেজের সাহায্যে হালকা চাপ দিয়ে প্যাঁচানো উচিত, যাকে প্রেসার ইমোবিলাইজেশন বলা হয়। ব্যান্ডেজ না থাকলে গামছা, ওড়না বা অনুরূপ কিছু ব্যবহার করা যেতে পারে।”
সভায় উপস্থিত চিকিৎসকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্পদংশন চিকিৎসা আরও কার্যকর ও দ্রুততর করার প্রতিশ্রুতি দেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে