চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২২ জন বাংলাদেশীকে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরের সময় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন মহিলা রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতের উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং হায়দ্রাবাদে প্রবেশ করেছিলেন।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে