গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) মহাবিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমির কান্তি শাখারী। তিনি গভর্নিং বডির সহায়তায় প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে