বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বোয়ালখালী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত এ সভায় দেশব্যাপী আসন্ন ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহেদ জাফরিন জিতি। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম জেলার সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার, বোয়ালখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সকল প্রধান শিক্ষক এবং ইপিআই মেডিকেল টেকনোলজিস্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে