‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আলীমুজ্জামান মিলন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশীষ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রল্লাদ কুমার কুন্ডু, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, কুষি অফিসার মোহাইমিনুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন অফিসার মিন্টু কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সহসভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সফল আত্মকর্মী যুবদের মধ্যে আতিকুর রহমান, সৌরভ মণ্ডল ও মোসলেমা পারভীন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
এদিন ৩৫ জন বেকার যুবকের মাঝে মোট ২৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে