AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত



শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি সফিজ উদ্দিন।

শ্রীমঙ্গল উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হা. ইউসুফ ইসলাহী, মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমীর ইসমাঈল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক আহমদ, শ্রীমঙ্গল জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ, এমরান হোসাইন মনিয়ার, মোঃ সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং জলপ্রপাত শিল্পীগোষ্ঠী (মৌলভীবাজার) ইসলামী সংগীত পরিবেশন করেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!