AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে নির্ভীক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন



গাজীপুরে নির্ভীক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

গাজীপুরে প্রতিদিনের কাগজরে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং বাংলাদেশের আলো গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের উপর পাথর নিক্ষেপ করে থেঁতলে দেয়ার ঘটনায় প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় প্রবীণ সাংবাদিক মাস্টার নুরুল আলমের সভাপতিত্বে এবং বিজয় টিভির জাবেদ বিন আরজুর সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, সুপ্রভাত বাংলাদেশ এর এম জাহেদ হোসাইন, কাল বেলার খালেদ রায়হান, সৈয়দ শিবলী সাদিক কফিল, মৌলানা মোজাহেরুল কাদের, দেশ রুপান্তর এর নুরুল আলম, সমকাল এর এম এরশাদ, জায় জায় দিন এর কমরউদ্দিন, মানবকণ্ঠ এর ওমর ফারুক, দৈনিক পূর্বদেশ এর শাহাদাত হোসেন, চট্টগ্রাম মঞ্চের এস এম রাশেদ, সৈকত দাশ ইমন, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন নিরব, আরাফাত হোসেন, আমিন উল্লাহ টিপু, ফয়সাল চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা মোটেও গ্রহণযোগ্য নয়। অন্য একজন সাংবাদিককে পাথর নিক্ষেপ করে গুরুতর আহত করার ঘটনাও দুঃখজনক। ইতিপূর্বে গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হলেও এ ঘটনার পেছনে অন্য কোনো শক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তারা দ্রুত বিচার এবং ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। এছাড়াও দেশের সকল সাংবাদিক সংগঠন তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!