বোয়ালখালী উপজেলার হাজিরহাটের ঐতিহ্যবাহী ইকবাল পাঠাগার কমিটি গঠন করা হয়েছে। ৯ আগস্ট, শনিবার, মাগরিবের পর পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ইকবাল পাঠাগার সাবেক সভাপতি মোঃ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক এস এম আবুল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, জসিম উদ্দিন হায়দার চৌধুরী, মোঃ আজাদ, এবং আকুবদণ্ডী, মুফতিপাড়া, পূর্ব গোমদণ্ডী, পশ্চিম সারোয়াতলী এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় ক্রীড়া সংগঠক মোঃ মুসলিম উদ্দিনকে সভাপতি এবং সমাজসেবক মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন জাফর আহম্মদ সওদাগর, সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন রশীদ চৌধুরী, মনির আহমেদ ও জানে আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তসলিম চৌধুরী ও সাইফুল উদ্দিন। এছাড়া মোরশেদ আলমসহ আরও কয়েকজন সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন নুরুল আবছার আশিক, দপ্তর সম্পাদক এস এম আবুল মনছুর এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল খালেদ। সহ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (বাবলু)।
সভায় সম্মতিক্রমে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে