ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার (১০ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজিম মোস্তফা নোবেল মুন সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মোটরসাইকেল চালক মুন দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষলে মোটরসাইকেল উল্টে পড়ে, এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত নাজিম মোস্তফা নোবেল মুন সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন। হাতে মেহেদির রং শুকানোর আগেই তিনি না ফেরার দেশে চলে গেছেন। এই হঠাৎ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে