গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে থানার সামনে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বোরহানউদ্দিন থানার সামনে হাসপাতাল সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার আহ্বান জানাই সরকারের কাছে।
এ সময় বক্তব্য রাখেন: দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মেদ, দৈনিক ইত্তেফাকের মনিরুজ্জামান, দৈনিক খবরপত্র প্রতিনিধি সোহেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ কবির হোসেন, এইচ. এম. এরশাদ, সাইফুল ইসলাম আকাশ, দৈনিক আমাদের মাতৃভূমি ও দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন ফরাজি, দৈনিক বরিশালের কথা ও দৈনিক আলোচিত কণ্ঠ প্রতিনিধি মোঃ নুরনবী, সাগর চৌধুরী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক কালবেলা প্রতিনিধি এইচ. এ. শরিফ, দৈনিক সত্য সংবাদ প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক সমবানী প্রতিনিধি এম. এ. অন্তর হাওলাদার, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ মিজান, নিউজ ২১ প্রতিনিধি কাজী আল আমিন, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ নাসির পাটওয়ারী, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি মোরশেদ আলম ভুইয়া, দৈনিক জনবানী প্রতিনিধি মোঃ সোবাহান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রুবেল, দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক মোজাহিদ শামিম প্রমুখ।
বক্তারা আরও বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে