গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন রহমান হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিক সমাজ।
এ সময় বক্তব্য রাখেন চ্যানেল আই-এর গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলার সভাপতি ও ভোরের বাণী চিফ রিপোর্টার এ. জে. আমিনুজ্জামান রিপন, বৈশাখী টিভি গোপালগঞ্জ প্রতিনিধি মোস্তফা জামান, চ্যানেল এস-এর গোপালগঞ্জ প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সোহাগ বিশ্বাসসহ গোপালগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা-হত্যা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে