AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন



গোপালগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন রহমান হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ আগস্ট)  সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিক সমাজ।

এ সময় বক্তব্য রাখেন চ্যানেল আই-এর গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলার সভাপতি ও ভোরের বাণী চিফ রিপোর্টার এ. জে. আমিনুজ্জামান রিপন, বৈশাখী টিভি গোপালগঞ্জ প্রতিনিধি মোস্তফা জামান, চ্যানেল এস-এর গোপালগঞ্জ প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সোহাগ বিশ্বাসসহ গোপালগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা-হত্যা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Link copied!