AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় বয়স্কদের নামাজ প্রশিক্ষণ কোর্সে পুরস্কার বিতরণ



ভাঙ্গায় বয়স্কদের নামাজ প্রশিক্ষণ কোর্সে পুরস্কার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩০ দিনব্যাপী বয়স্ক মুসল্লিদের জন্য আয়োজিত পাঁচটি সূরা সহ নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মাগরিবের নামাজের পর বাবলাতলা মাদ্রাসায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৫ জন বয়স্ক মুসল্লিকে নামাজ শিক্ষা বইসহ বিভিন্ন ধরণের ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি গোলাম কবির ও দিগনগর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন সৌদি আরব জামিয়া তাহফিজুল কুরআনের শিক্ষক মাহাদী বিন আব্দুস সালাম।

পুরস্কার বিতরণ শেষে মাহাদী বিন আব্দুস সালাম জানান, মূলত বয়স্ক মুসল্লিদের ফরজ নামাজ সঠিক ও শুদ্ধভাবে আদায় করতে সহায়তা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, বয়স্করা যেন কয়েকটি সূরা মুখস্থ করে নামাজ আদায় করতে পারেন, এজন্যই তারা উদ্বুদ্ধ হচ্ছেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!