AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
১২:০১ পিএম, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি (কেনিক) এর খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ, প্রধান বক্তা ছিলেন কেনিকের সাধারণ সম্পাদক আ,স,ম আহছান উল্লাহ (সাঈদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. আনিছুর রহমান মেধা, কেনিক সহ-সভাপতি গোলাম মোস্তফা,  কেনিক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল-আলাউদ্দিন।

কেনিক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রতিটি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টররা।

প্রধান অতিথি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ তার বক্তব্যে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির খুলনা বিভাগের নতুন কমিটি ঘোষণা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!