গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। নতুন করে আটক হওয়ায় মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
গ্রেপ্তারদের একজন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাহজালাল তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
অন্যজন মো. ফয়সাল হাসান (২৩), পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, এর আগে পুলিশ ও র্যাব যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছিল, যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে