মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তার। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার প্রদান করে তাদের মনোবল ও উৎসাহ বাড়ান।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে একাডেমির কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, সদস্য মো. শহীদুল ইসলাম বেলায়েত, নির্বাহী সদস্য ও জীবন সদস্য মো. ছিরু মিয়া, মো. মিজানুর রহমান, সাধারণ সদস্য সামছুল আরেফিন মুক্তা, একাডেমির শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
পরিদর্শন শেষে ইউএনও তাসনিম আক্তার শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতিচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে