ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় এবং হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়। এ সময় আরও বক্তব্য দেন রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামে বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এবং প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জিংকসমৃদ্ধ ধান ও গমের পুষ্টিগুণ, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংকের ঘাটতির প্রভাব এবং জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে