AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২১ পিএম, ৭ আগস্ট, ২০২৫

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর হক মিলন।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক হাবিবুর রহমান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন উম্মে রুমান মাহিয়ান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা জাতির জন্য গর্বের। তোমরা আগামী দিনের নেতৃত্ব দেবে—এমন প্রত্যাশায় আমরা তোমাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “আড়াইহাজারে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই সম্মাননা অনুষ্ঠান সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক। মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণেই তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে। কৃতী শিক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকেরা মনে করেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রেরণা হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক সভাপতি শামীম হোসেন, সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ এবং ঢাকা পোস্টের সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন প্রমুখ।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!