AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার



আনোয়ারায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার বিকেলে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল আনোয়ারা উপজেলার পূর্ব কন্যারা এলাকার মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে। র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, নিহত মো. মানিক আনোয়ারা উপজেলার ভিংরোল এলাকার বাসিন্দা। তার সঙ্গে রাসেল ও অপর আসামি সেলিমের পূর্ব থেকেই পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে গত ১৭ মার্চ রাসেল কৌশলে মানিককে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে আনোয়ারার পরৈকোড়া এলাকায় নিয়ে যায়। সেখানে রাসেল ও তার সহযোগীদের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড় দিয়ে মানিককে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মানিক মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত মানিকের বড় ভাই মোহাম্মদ বাবু ওরফে বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২ জনকে নামীয় ও অজ্ঞাতপরিচয় আরও ২–৩ জনকে আসামি করা হয়। মামলাটি আনোয়ারা থানায় ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা হয়, যার নম্বর-২২, ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!