নেত্রকোণার মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে মোঃ আবু তাহের আজাদকে। তিনি মদন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মাহাবুব আহমেদ এ রায় প্রদান করেন।
জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আবু তাহের আজাদ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মাঠপর্যায়ে ভোটের ফলাফলে জয়লাভ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, উপজেলা পর্যায়ে ফলাফলের কাগজপত্রে গড়মিল করে তাঁর বিজয় পাল্টে দেওয়া হয়। এর ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ রয়েলকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
নির্বাচনের এই ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যান আবু তাহের আজাদ। দীর্ঘ শুনানির পর আদালত তাঁর পক্ষেই রায় দেন এবং তাঁকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
রায় ঘোষণার পর উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং মদন পৌরসভার বিএনপি প্রার্থী এনামুল হক বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, আবু তাহের আজাদ এর আগেও ধানের শীষ প্রতীক নিয়ে কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে