AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে পানির স্রোতে সেতু ভেঙে দুই ভাগ, যান চলাচল বন্ধ



চট্টগ্রামে পানির স্রোতে সেতু ভেঙে দুই ভাগ, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ এলাকায় মূল সড়কের একটি সেতু ভেঙে পড়েছে। এতে শহরের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা ও আশপাশের এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহার করায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কারণে পুরনো সেতুটির এক পাশ ধসে পড়ে। প্রথমে একটি অংশ দেবে গেলেও আধা ঘণ্টার মধ্যে সেতুটির অর্ধেক অংশ পানিতে তলিয়ে যায়। অপর পাশেও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি থাকা সত্ত্বেও সড়ক কর্তৃপক্ষ কোনো সতর্কবার্তা বা নির্দেশনা দেয়নি।

সরেজমিনে দেখা যায়, সেতুটির উত্তর পাশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। স্থানীয় জনগণ ভাঙা সেতু দেখতে ভিড় জমাচ্ছেন। স্থানীয় বাসিন্দা মো. জাগির হোসেন জানান, বহু বছর আগে বীর্জা খালের ওপর সেতুটি নির্মিত হয়েছিল। বারবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্লেখ্য, বীর্জা খালটি শীতলঝর্ণা খালের সঙ্গে সংযুক্ত। সেতু ভেঙে পড়ায় পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে সিএনজি চালক আলী রেওয়াজ বলেন, “এটি একটি ভারী শিল্প এলাকা। প্রতিদিন শত শত যানবাহন, বিশেষ করে কারখানাগুলোর গাড়ি এই সড়ক ব্যবহার করে শহরে যাতায়াত করে। এখন ব্রিজ ভেঙে যাওয়ায় একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক পাশ দিয়ে যান চলাচল করলেও তীব্র যানজট তৈরি হচ্ছে।” তিনি আরও জানান, “বিকট শব্দে ব্রিজের অর্ধেক ধসে পড়ে। আমরা ভোরেই বিষয়টি আঁচ করতে পেরে লাল ফিতা দিয়ে যান চলাচল বন্ধ করি এবং প্রশাসনকে জানাই। এখন যেকোনো সময় পাশের দিকটিও ভেঙে পড়তে পারে।”

স্থানীয়রা দ্রুত বিকল্প সেতু বা সড়ক নির্মাণ এবং সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানাচ্ছেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!