ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে `আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি` উদযাপনে রাজবাড়ীর গোয়ালন্দে বিজয় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড হয়ে পুনরায় আনসার ক্লাব চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা।
বক্তব্য দেন—সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি মো. রোস্তম আলী মোল্লা,সাবেক পৌর বিএনপির সভাপতি অ্যাড. এবিএম ছাত্তার,সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু,সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস,জাজিউর রহমান রাসেল,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুব আলম শাহিন,উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান,সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আল রেজাপৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।
বিজয় র্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর এক প্রাণবন্ত পরিবেশ।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে