জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শেরপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (ডিসি গেইট) শেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদ, সদর উপজেলার আমির মাওলানা নূরুল আমিন, নায়েবে আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী এবং জেলা শিবিরের সভাপতি মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি গেইটে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে