জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় মান্দা উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, মাওলানা মোস্তফা আল আমিন, নওগাঁ পৌর জামায়াতের আমীর শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, ইলিয়াস খান, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদের সদস্য আব্দুল কাইয়ুম, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুববিভাগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রশিবির পূর্ব শাখার সভাপতি রোমান ইসলাম ও দক্ষিণ শাখার সভাপতি মাহমুদুল হক।
বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র ও ইসলামি মূল্যবোধ রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও সংগঠিতভাবে জনগণের অধিকার আদায়ে কাজ করতে হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে