জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বিজয় র্যালিটি গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর ও তিতাস-দাউদকান্দির গণমানুষের নেতা মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোশারফ হোসেন, তিতাস উপজেলা জামায়াতের আমীর শামীম সরকার বিজ্ঞ, সাধারণ সেক্রেটারি সালাউদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি সবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্সি মোশারফ হোসেন এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন।
পথসভায় প্রধান বক্তা মনিরুজ্জামান বাহালুল বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এ দেশের মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এখন সময় ভোটাধিকার ফিরে পাওয়ার। আমরা নির্বাচন চাই পিয়ারের (People’s Initiative for Electoral Reform) পদ্ধতির মাধ্যমে। যদি নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তবে দেশের জনগণ নতুন কোনো ফ্যাসিস্টকে ছাড় দেবে না।
তিনি আরও বলেন, “বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে ছিল। দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন চায়নি বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নতুন প্রজন্মের নেতৃত্বে আসছে গণঅভ্যুত্থান, আর এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম বিজয়।”
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে