বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি ও জামায়াতের যৌথ উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। এরপর হাজার হাজার নেতাকর্মী র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে