জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে উপজেলার পাবলিক হল মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদন সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক এস এম আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ সেকুল ও শামসুল আলম লালু, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, মদন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেঈমানি করে, মানুষের আশা-আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করে একটি মহল এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা জানে, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করলে দেশে গণতন্ত্র টিকবে না। তাই বিএনপিকে দমন করতেই তারা অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত।”
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, “শহীদ জিয়ার আদর্শ ধ্বংসের জন্য গত ১৭ বছর ধরে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। শত প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাহসের সঙ্গে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বাঁটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে বিএনপির সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে