আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সকালে শহরের টার্মিনাল এলাকায় শহীদ আপনানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আক্তার হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহিন, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সারোয়ার হোসেন, সাহেদুর রহমান রাফি, শহীদ আপনানের মা নাছিমা আক্তারসহ আহত জুলাই যোদ্ধারা।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত পরিবার ও আহতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে